আমাদের সাফল্যের এই দীর্ঘ পথচলায় প্রায় এক যুগের বেশি সময় জুড়ে SK Mobile School নিজের অবস্থান পোক্ত করেছে অক্লান্ত পরিশ্রম ও নিরলস প্রচেষ্টায়। শুরু থেকে আজ পর্যন্ত লাখো মোবাইল টেকনিশিয়ানের অগ্রযাত্রায় আমরা ছিলাম বিশ্বস্ত সঙ্গী।
সঠিক গাইডলাইন, আপডেটেড ট্রেনিং এবং প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার মাধ্যমে আমরা তৈরি করেছি অসংখ্য দক্ষ ও সফল টেকনিশিয়ান। তাদের অনেকেই আজ নিজস্ব প্রতিষ্ঠান গড়ে তুলেছেন এবং আরও অনেক টেকনিশিয়ানকে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছেন।
দেশ–বিদেশে মোবাইল সার্ভিসিংয়ের কাজ করে অনেকেই হয়েছেন আত্মনির্ভরশীল। এমন অসংখ্য সফলতার গল্পই SK Mobile School–কে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়, যা আমাদের জন্য গর্ব ও সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।



দেশে বা দেশের বাইরে বর্তমানে মোবাইল ফোনের যে কাজের সলিউশন গুলোর চাহিদা সবচেয়ে বেশি সেই সব ধরনের কাজের সলিউশন দিয়েই সাজানো হয়েছে আমাদের কোর্স গুলি এখান থেকে আপনার সুবিধা মত অনলাইনে কোর্স করতে পারেন যেকোনো সময়।








